Hot!

Other News

More news for your entertainment

Lolona (ললনা) Song Lyrics | Shiekh Sadi

শিরোনামঃ ললনা
কন্ঠঃ শেখ সাদী
কথাঃ শেখ সাদী
সুরঃ সাদমান খান
ও ললনা, ললনা ও ললনা
ও ললনা, ললনা ও ললনা
তুমি আমার মনটা বুঝো না
ও ললনা,
তোমার সাথে আমার বনে না
ও ললনা,
নাটক বুঝো আবেগ বুঝো না
আমার বুকের পিঞ্জিরাতে ছিল তোমার বসবাস,
তুমি মনে জায়গা দিলা না
তোমার কাছে ছিলাম আমি ফ্লেক্সি লোড আর টাইমপাশ
পকেট খালি পাইনা তোর সুবাস
ও ললনা,
তোমার সাথে আমার বনে না
ও ললনা,
দেহ দিলা মনটা দিলা না
টেডি বিয়ার বারবি ডল,
আইসক্রিম আর চিকেন বল
তুমি আমার কমতো খাইলা না
নিজের বেলায় ষোলআনা
আমার বেলায় চাইর আনা
ভালোবাসাও জমা রইলো না
ও ললনা,
দেহ দিলা মনটা দিলা না
বাপের আমি ছোট পোলা
তোমার লেইগা পকেট খোলা
বাপের ক্যাশে হিসেব মেলে না
তোমার লাগি কর্য্য মেটে না
প্রেমসাগরে ডুবায়ে দিলা,
ঠাইতো মোরে দিলা না
কন্যা তোমার জবাব হয় না
ও ললনা,
তোমার সাথে আমার বনে না
ও ললনা,
নাটক বুঝো আবেগ বুঝো না
আমার বুকের পিঞ্জিরাতে ছিল তোমার বসবাস,
সেথায় এখন গরু খায় ঘাস
ও ললনা,
তোমার সাথে আমার বনে না
ও ললনা,
নাটক বুঝো আবেগ বুঝো না
ও ললনা,
তুমি আমার মনটা বুঝো না
ও ললনা,
নাটক বুঝো আবেগ বুঝো না.

Lolona Song Lyrics.

Oporadhi Song Lyrics (অপরাধী লিরিক্স)

শিরোনামঃ অপরাধী


কন্ঠঃ আরমান আলিফ
কথাঃ আরমান আলিফ
সুরঃ আরমান আলিফ
সঙ্গীতঃ অংকুর মাহমুদ

একটা সময় তোরে আমার সবই ভাবিতাম,
তোরে মন পিঞ্জরে যতন করে আগলাইয়া রাখতাম।
তোর হাসি মুখের ছবি দেইখা দুঃখ পুষাইতাম,
তুই কানলে পরে কেমন করে হারাইয়া যাইতাম।
ওরে মনের খাঁচায় যতন কইরা দিলাম তোরে ঠাঁই,
এখন তোর মনেতেই আমার জন্য কোনো জায়গা নাই।
ওরে আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখিরে,
তুই যারে যা উইড়া যারে অন্য খাঁচাতে।
ও মাইয়ারে,মাইয়ারে তুই, অপরাধী রে ,
আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে।
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে?
মাইয়া তুই বড় অপরাধী , তোর ক্ষমা নাই রে।
তোরে স্কুল পলাইয়া একটা নজর দেখিতে যাইতাম,
আমি টিফিনের সব টাকা জমায় আবেগ কিনিতাম।
হাই রে ! রাইতের পর রাইত জাইগা গান লিখিতাম,
আমার সেই গানেরও সুরে তোরে খুঁজিয়া লইতাম।
এখন একলা একা সময়গুলো কাটাই কেমনে?
এতো ভালোবাসার পরেও আমার কম কি ছিলো রে?
রোজ রাইতে আমায় জোনাক পোকা কানে কানে কয়,
তুই দেইখা লরে ত্রিভুবনে কেউ তো কারো নয়।
ও মাইয়ারে,মাইয়ারে তুই,অপরাধী রে ,
আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে।
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে?
মাইয়া তুই বড় অপরাধী,তোর ক্ষমা নাই রে।
তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না,
এখন রাত্রি জুইড়া কেউ তো আর মায়া লাগায় না।
কারো হাসি মুখের ছবি দেইখা ঘুম আর ভাঙে না,
কেউ আর ফ্লেক্সিলোডের দোকানটাতেও ভীড় জমায় না।
এখন তাঁরার মতো জ্বলে নেভে কষ্ট গুলা রে,
আমি গীটার সুর সাথে লইয়া ভালোই আছি রে।
রোজ রাইতে আমায় জোনাক পোকা কানে কানে কয়,
তুই দেইখা লরে ত্রিভুবনে কেউ তো কারো নয়।
ও মাইয়ারে, মাইয়ারে তুই, অপরাধী রে,
আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে।
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে?
মাইয়া তুই বড় অপরাধী,তোর ক্ষমা নাই রে।

Hridoyo Pinjirar Posha Pakhi Re Lyrics । আমার হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখিরে

তুমি কার পোষা পাখি কাজল বরণ আখি।
কার পোষা পাখি কাজল বরণ আখি।
রক্তজবার মতো তোমার মন....
আমারে কান্দাইয়া পাও কি সুখ???? 
আমার হৃদয় পিঞ্জরার পোষা পাখিরে
আমারে কান্দাইয়া পাও কি সুখ??(২) 

প্রথম যৌবনের টানে যেদিন তোমায় দেখেছি,
এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি।
আমি আপন করে রেখেছি।(২) 

আমি জানতাম যদি পাখি,
দিয়া যাবি ফাকি।
জানতাম যদি পাখি দিয়া যাবি ফাকি,
থাকতামনা আর তোরি আশায় মুখ।
আমারে কান্দাইয়া পাও কি সুখ আমার হৃদয় পিঞ্জরার পোষা পাখিরে
আমারে কান্দাইয়া পাও কি সুখ?(২) 

তুমি কার পোষা পাখি কাজল বরণ আখি।
কার পোষা পাখি কাজল বরণ আখি।
রক্তজবার মতো তোমার মন....
আমারে কান্দাইয়া পাও কি সুখ???? 
আদরো সোহাগের পাখি কোনদিন জানি উড়ে যায়।
ফাক পেলে পালাইয়া যাবে জংগলের কোন অজানায়।(২) 

আমি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাকি
জানতাম যদি পাখি দিয়া যাবি ফাকি।
থাকতামনা আর তোরি আশায় মুখ
আমারে কান্দাইয়া পাও কি সুখ...

Hridoyo Pinjirar Posha Pakhi Re Lyrics । আমার হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখিরে cover by kureghor-কুঁড়েঘর 

Hridoyo Pinjirar Posha Pakhi Re Lyrics । আমার হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখিরে cover by kureghor-কুঁড়েঘর

মা-জেমস

  • শিল্পীঃ জেমস
  • অ্যালবামঃ এখনো দুচোখে
  • বন্যা
  • সুরকারঃ প্রিন্স মাহমুদ
  • বিভাগঃ ব্যান্ড


দশমাস দশদিন ধরে গর্ভে ধারণ
কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন,
হঠা” কোথায় না বলে হারিয়ে গেল
জন্মান্তরের বাঁধন কোথা হারালো।
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখ পাবে দুর নক্ষত্র মাঝে।
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা।
ওরে তারা রাতের তারা মা“কে জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারিনা।
মায়ের কোলে শুয়ে হারানো সে সুখ
অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয়মুখ
অনেক ঋণের জালে মাগো বেঁধেছিলে তাই
বিষাদের অভয়ারণ্যে ভয় তবু পাই।
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখ পাবে দুর নক্ষত্র মাঝে
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা
ওরে তারা রাতের তারা মাকে জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারিনা।
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখ পাবে দুর নক্ষত্র মাঝে
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা
ওরে তারা রাতের তারা মাকে জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারিনা।

গুরু-জেমস

  • শিল্পীঃ জেমস
  • অ্যালবামঃ যন্ত্রণা
  • সুরকারঃ পাওয়া যায় নি
  • গীতিকারঃ পাওয়া যায় নি
  • বছরঃ পাওয়া যায় নি
  • বিভাগঃ ব্যান্ড

গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই
ক্যামনে তোমায় দেখতে পাই
গুরু ঘর বানাইলা কি দিয়া
গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই
ক্যামনে তোমায় দেখতে পাই
গুরু ঘর বানাইলা কি দিয়া
গুরু ঘর বানাইলা কি দিয়া
এই ঘরেতে আমি ছাড়া আর থাকে না কেহ
পোকামাকড় খাইয়া গেলো সুন্দর ঐ দেহ
তোমার কাছে চাইরে পানা
কইরোনা কইরোনা মানা
ঐ গুরু কান্দিয়া, ঐ গুরু কান্দিয়া
ঘর বানাইলা কি দিয়া
গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই
ক্যামনে তোমায় দেখতে পাই
গুরু ঘর বানাইলা কি দিয়া
গুরু ঘর বানাইলা কি দিয়া
আমার রুহু আমার মাঝে নাইতো এখন গুরু
করতে হবে আজ থেকে হায় নতুন জীবন শুরু
রোদটি এমন হাসবে কবে
সাজানো আজ শেষ কি হবে
মুক্তির স্বাদ নিয়া, মুক্তির স্বাদ নিয়া
ঘর বানাইলা কি দিয়া
গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই
ক্যামনে তোমায় দেখতে পাই
গুরু ঘর বানাইলা কি দিয়া
গুরু ঘর বানাইলা কি দিয়া